চুলে আমার পাক ধরেছে
চোখ দাঁত চামড়ার খাঁজ
এইবয়সে যা হবার তাই ।
তবু মনের মধ্যে বাস করে
এক প্রেমিক যার বয়স
কখনো আঠারো পেরোয় না ।


যখন সবে বড়ো হতে শুরু করেছি
দাদা সম্বোধনে খুশি হয়েছি খু্ব ।
এখন কেউ কাকু বলে, কেউ জ্যেঠু ।
দাদু ডাকও শুনি মাঝে মাঝে ।
ভুল নেই সম্বোধনে কোনো ।
কিন্তু সত্যি বলতে
এভাবে বুড়িয়ে যাওয়ায় কোনো চার্ম নেই
মন তো আটকে আছে সেই আঠারোতে ।


যখন ছবি দেখি কোনো রূপসীর
মন ফিরে যায় সেই আঠরোতে  
নিজেকে শুধুই পুরুষ মনে হয়
আর তাকে শুধু নারী
- সব সম্পর্কের ঊর্ধ্বে ।