(পরম শ্রদ্ধেয় সংস্কৃতিপ্রেমী সুশীল দে'র আকস্মিক প্রয়াণে)


এইতো আছি হাঁটছি চলছি খেলছি এবং বলছি কথা
এইতো কথার অন্যমতে বন্ধুজনকে কথা দিয়ে দিচ্ছি ব্যথা
সময় প্রলেপ পেয়ে আবার মেলামেশায় হচ্ছি কেমন সরল সহজ
টের পেয়ে যাই সম্বন্ধটা চিরকালই স্পষ্টত দুই এর গরজ
এমনি করেই বয়স বেড়ে কতো কুড়ি পার হয়েও আজ দিচ্ছি জানান
আছি আমি, রোগে, ভোগে, সৃজনকাজে নই বেমানান
চোখের দেখা মনের মিলন যখন যেমন মিলছে সবার চলছি সাথে
আবার যদি চলছে না ফের ক্ষণিক হলেও পরস্পরে যাই তফাতে
এমন অনেক বয়সকুড়ি চলছে চলছে হঠাৎ শুনি গেলো নিভে
সূর্যোদয়ের সাথে আসে বার্তা এমন শোকের কথা বাধে জিভে
এইতো সেদিন অনুষ্ঠানে কাব্য কথায় ছড়া গানে সাথেই ছিলাম
এইতো সেদিন প্রাণের কথা পরান খুলে সবাই মিলে বলেছিলাম
রাখি নি তো গোপন কিছু চুপিসারে বলবো পরে ভেবে এমন
অনেক তারার মাঝে শুনি হঠাৎ হঠাৎ একটি দুটি তারার পতন
সময় আঘাত সয়ে তবু চলছি সবাই চলছি কারণ চলতে হবে
এই ভুবনে চলার পথে অনেক কথা সময়মতো বলতে হবে
অনেক কথা থেমে যাবে যাবে থেমে তাঁদের জন্য হট্টমেলা
এইতো আছি হঠাৎই নেই যখন যেমন সাঙ্গ হবে ভবের খেলা l