এক মাধবে সকালবেলা দিলো ভ্রমণ ডাক
অঞ্জনদা টুকটুকে লালে নিখুঁত নিশান তাক
কেশব দাদা কাটুস কুটুস বিস্কুটে কামড়
শীতসকালে হিমেল হাওয়া দোলাচ্ছে চামর ।
অন্য দাদা আওয়াজ তোলে - আমরা কেন বাদ
আমরা কেন পেলাম না ভাই এই অনাবিল স্বাদ ?
ছবি দেখে মন ভরে না খেলতে মাঠে নামবো
ঠান্ডা হিমে হেঁটে হেঁটে শরীর মনে ঘামবো ।
পথের ধারে দোকান দেখে গরম চায়ে চুমা
এই খুশিতে বাতিল যারা ঘুমা তারা ঘুমা ।


আবেদন তাই জমা পড়ে মাধব ভাই এর এজলাস
চলতে থাকে সওয়াল জবাব শুনানিটা তার খাস ।
ফলাফলটা ঝুলে আছে ঝুলেই সেটা থাক না
কথার মজায় মাতছে যারা মেতে তারা থাক না ।