কেউ দেখে জল
কেউ দেখে কাদা
জলরঙ ছবি আঁকে
কাদা মাখে দাদা l


চোখে কাদা মুখে কাদা
কাদা সারা গায়ে
জল আতঙ্ক রোগ তার
বিদ্বেষ দায়ে l


জল চলে সব তলে
অম্বর অতল
কাদামাটি ধুয়ে দেয়
শীতল সজল l


জল আতঙ্ক হলে পর
কাদা ধোয় কিসে
পক্ষপাত ঝেড়ে ফেলে
মানুষে কি মেশে ?


গভীর গহন ডুব
জলে দেয় মন
কাদা যার প্রিয় অতি
তার অন্তর্দহন l


কাদা দাদা বলে যান
নীরস বচন
বরাহ তো কচু চেনে
রতনে রতন l


** টুকলু ৪৭ বর্ষ প্রথম সংখ্যা ২০১৯ এ প্রকাশিত