কবিতা ছড়া এবং গানে গেলাম মেতে
ঝাল মিষ্টি নোনতা খাবার পেলাম খেতে l
কবিতা এবং গানের সুরের আমন্ত্রণে
সাঁঝের আসর বীরনগরে গেলো জমে l
বিশেষ বাসর বিশেষভাবে ব্যাখ্যাতীত
গৃহী কবির আয়োজনটা আশাতীত l
কি যেন এক উপলক্ষ্যে আড্ডা বাসর
হারমোনিয়াম তবলা ডুগি তাসা কাঁসর l
অণুগল্পে শেষের বেলায় জাদুর টানে
চাকরিশেষেও সতর্কতার বাণী হানে l
গদ্য পদ্য সুর ও ছন্দ সঙ্গে ছোট্ট আলোচনায়
আগামীর পথের খোঁজে নতুন কিছু বিবেচনায় l
সামনে শীতে চড়ুইভাতি সে সম্পর্কে কথা কিছু
মেনু বাছাই দর বসাই পড়লো কতো মাথাপিছু l
শুরুতে পাই নানকগীতি গুরু নানকের জন্মদিনে
লালনগীতি পেলাম শেষে মিলনপ্রীতির মহান টানে l
থাকলো মাঝে কাব্যচৰ্চা সুরের ধারায় উজান ভাঁটি
উপলক্ষ্য হোক যা কিছু মানবমিলন মহান খাঁটি l