যা কিছু দেখুক না
ভিজে বা শুকনা
কিছু সে বলবেই
অন্তরে জ্বলবেই ।


নিজ মনে সুখী সে
নাই কোনো দুঃখ
অন্তরে তৃপ্ত
নিজেতেই পূর্ণ,
কিন্তু যে জ্বলে যায়
শুধু কথা বলে যায়
খুঁজে খুঁজে বার করে
কোথায় অপূর্ণ ।


যার নিজ ঘরে আছে হাজার অনিত্য
অপরের দোষ খুঁজে ভরে তার চিত্ত ।


চিনে নেয় তাকে সব খুঁতখুঁতে মাষ্টার
সকলকে বিরক্ত এই শুধু কাজ তার ।
৮২৮