ঘুম ভেঙে আজ দাদু কেমন পাল্টে গিয়ে পুরো
বলেন তিনি খাবেন বেঁটে শুকনো লঙ্কা গুঁড়ো  l
- বলো কি সব উল্টোপাল্টা, দিদা রেগে আগুন
ঠিক তখনই হাঁক দিয়ে যায় ঝুড়ি ভর্তি বাগুন l
- শুধু কেন, বাগুন ভর্তা লঙ্কাগুঁড়ো মেখে
রোজ সকালে বাটি ভর্তি খাবো আঙুল চেখে l
বাজে কথা - খায় নাকি কেউ শুধু বেগুন ভর্তা
বস্তা ভরা মুড়িয়ালী আনেন ধরে কর্তা l
- সর্ষে পেষাই ঝাঁঝ মাখানো নতুন তেলে ভেসে
মুড়িমাখা বেগুন ভর্তা কে না ভালোবাসে ?


দিদা বলেন আমিও তো জল ঢেলে দিই রাতে
গোগ্রাসে খাই সেটাই আমি পরের দিনে প্রাতে l
- পাগল মেয়ে বলে কি সব, জল খেয়ে কেউ থাকে
বলেন দাদু সুর চড়িয়ে চশমা ধরে নাকে l
- ঠিক আছে, জল ভালো জিনিস পেয় খাবার ফাঁকে
বোঝা বোঝা তোরা সবাই তোদের বোকা মা-কে l
জলের সাথে খেতে হবে চর্ব্য চোষ্য খানিক,
দিদা বলেন - শোনো ওগো আমার সোনা মানিক l
জলটা কোথায় ঢালি শোনো হাঁড়ি ভর্তি ভাতে
বাগুন ভাজা সর্ষে তেলে সুড়সূড়িয়ে প্রাতে l