পাঁচজন প্রৌঢ়ের বাচ্চামি দেখি হায়  
বনে এসে নদীতীরে খুশিমতো নেচে যায় l
আমমাখা খেয়ে ধরে বিদায়ের গানটা
রাখে চন্দ্র ও সুকুমার সঙ্গতে মানটা l
তার মাঝে টক দেয় টক খেয়ে সুকুমার
খোঁচা দেয় কেশবটা ছবি তোলে বেশুমার l
গান গেয়ে গাছে ওঠে অমলটা আদুরে
ডালে ডালে ঝোলাঝুলি নেশা তার বাদুড়ে l
জলে নেমে জলকেলি করে পাঁচ পান্ডব
সাঁতরায় আছড়ায় জুড়ে দেয় তান্ডব l
আমময় দিন যায় জলে আম ভেসে যায়
কেশবটা আমপ্রাণ, ফের আম তুলে খায় l
রোদে পুড়ে জলে ভিজে বালি পায়ে দাবড়ায়
জলচর প্রাণী যারা দেখেশুনে ঘাবড়ায় l
পাঁচ বুড়ো খোকা হয়ে মেতে যায় ফান্ডায়
গিন্নিরা দেরি দেখে শান দেয় ডান্ডায় l