গাছের পাতা সবুজ বরণ
স্বচ্ছ শিশির ফোঁটা
বোন শিশির এর ফোঁটা পেল
গাছের সকল পাতা ।
যম দুয়ারে পড়ল কাঁটা ।


তবু বয়স হলো যেমন
হালকা হাওয়ায় পড়লো খসে  
পাতা বৃন্তচ্যুত
পাশেই ছোট্ট দীঘি
সেই দীঘিরই জলে
পাতা সদলবলে
পড়লো কিছু খসে
জলের ঢেউএ এদিক সেদিক
থাকলো তবু ভেসে ।


সেই পাতাকে ধরে
কতো যুগে কতো প্রানী
ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র
বাঁচিয়ে রাখে প্রাণ
দিনে দিনে জলে ভিজে
অবিশ্রান্ত সে স্নান ।
মুছে গেছে পাতার চিহ্ন
জলের ঢেউএর তোড়ে
তবু শিশির দেয় তো ফোঁটা
প্রতি শীতের ভোরে ।