১. ফুল ও কাঁটা


ফুল যদি কাঁটা নিয়ে খেলে
সেই কাঁটা বিঁধে যায় গায়
কাঁটার আঘাত দেহে মনে
পরিজন দোষ দিয়ে যায়l


শখ করে বিষ দেয় ছুঁড়ে
চুড়ি পড়ে বসে নেই কেউ
আঘাতের প্রতিঘাত আসে
বেসামাল হয়ে যায় ঢেউ l


অনুগামী আছে যারা ভক্ত
দেখে দেখে বিষন্ন চিন্তায়
শুভ মন নিয়ে করে চেষ্টা
কাঁটা নিয়ে খেলে তবু নিরুপায় l
460.


২. ফুলগুলি সার সার


ভেবে ভেবে অস্থির ভাব খুঁজে পাই না
ছড়া লিখি ভাবছি ছড়া লেখা যায় না l
ফুল পাখি শিশুদল নদী নালা পর্বত
মেঘে মেঘে গর্জন অপূর্ন মনোরথ l
তারা সব ছড়া লেখে বাহারী কি ছন্দে
আমি শুধু ভেবে ভেবে মরি নিরানন্দে l
ভবানীপ্রসাদ বাবু ছড়াকার মস্ত
মনে মনে সাধ জাগে লিখি এক প্রস্থ l
আয় বাবা একটা টপ করে নেমে আয়
ছাতিম জারুল তলে যেন ভাব খেলে যায় l


ঐ জলে টুক করে কি যেন কি পড়লো
ছড়া নিয়ে ভাবনাটা কিলবিল করলো l
এক দুই তিন চার এইবার এইবার
এইবার ছড়া ঠিক নিশ্চিৎ গড়বার l
এইবার ছড়া ঠিক ঠিক ধরা পড়বে
ভাব আর ছন্দ ছড়া ঠিক গড়বে l
এই ছড়া লিখেছেন অন্নদাশঙ্কর
তার পথে পথে হেঁটে দূর করি কঙ্কর l
আয় বাবা ছুটে আয় ছড়া হয়ে ধরা দে
ছড়া গানে মেতে উঠি বেঁধে ফেলি গরাদে l
৩০২


** নন্দন কানন ২৩ তম বর্ষ স্মরণিকা সংখ্যায় প্রকাশিত ২০২২