সময় কবিতা করে বার
এ সবই সময়ের উপহার l
ভালো নেই সত্যি কেউ আজ
মাথার ওপর আশঙ্কার বাজ l
কাল কি হবে জানি না কেউ
কবে থামবে এই মৃত্যু ঢেউ l
সাবধানতা ছাড়া নান্য পন্থা
সাহসী মানুষ যা নন আজ হন তা l
যতো বীর মহাবীর ঘরে বন্দী
প্রকৃতির এক আজব ফন্দি l
একদিকে মৃত্যুর ঢেউ
দূষণ কমেছে বলছে কেউ l
পশুপাখি জীবজন্তুর পৌষমাস
প্রকৃতি নিচ্ছে সুখের শ্বাস l
হয়তো এটাই তার কাজ
যতো অনাচার তার অন্ত আজ l