অনেক কিছু সয়ে যায় মানুষের
বেনিয়ম অনেক কিছু
যখন থাকে তার সঙ্গে স্বার্থের যোগ,
কিংবা প্রতিরোধের কুফল আতঙ্ক l
অনেক নীতিহীন গর্হিত কাজ মেনে নেয় সে
নিজেকে মেলে দেয় লালসার সামনে
কিছু পাবার প্রত্যাশায়, কেরিয়ার চিন্তায়,
কিংবা শুধু নিরাপদে বাঁচার জন্য l


আবার সে নীতিহীন নয়, আদর্শ নিয়ে চলে  
বহু কিছু খুইয়ে একটা ভদ্রস্থ চাকরি জুটলে
তারাই সমাজে মান্যগণ্য ব্যক্তি
অনেক আদর্শের কথা বলে, বুলি কপচায়
নীতির প্রশ্নে মিছিল করে, স্লোগান দেয় l  


সুযোগ পেলে তারাও পাই পাই উসুল করে
তাদের আঘাত করে
যারা একই রকম অসহায় অবস্থায়
একটা কিছু পাবার আশায় অন্যায়ের সঙ্গে
আপোষ করতে বাধ্য হয় l
শোষিত শোষকে রূপান্তরিত হয় l


চলে, এরকমই চলতে থাকে l
অন্যায়, শোষণ স্বীকার হতে হতে
শিকার হতে হতে
বৃহত্তম সমাজের মান্যতা পেয়ে যায় যেন l


কি দিয়ে যাবো আগামী প্রজন্মকে ?
এই ভাঙা মূল্যবোধ ?