একখানা নদীতীরে পাহাড়ের কোলে
সামনে সবুজ জমি ফসলের বোলে l
সেইখানে এক ঘরে শিশু এক কাঁদে
মা-হারা শিশুর পিতা যেন পড়ে ফাঁদে l
অবোধ শিশুর গলা শুকিয়েই কাঠ
পিপাসা ক্ষুধায় শিশু ছোঁড়ে হাত পা l
দুধ চায় দুধশিশু কেঁদে জেরবার
ভেবে যায় কি যে করে পিতা শিশুটার l


ঠিক সেইখানে এক গাভী চলে যায়
দুধাল গাভীর বাঁট রোদে চমকায় l
ছুটে গিয়ে ললনারা গাভী ধরে আনে
তার দুধ পান করে শিশু ফিরে প্রাণে l
গোমাতা জীবের মা, মানবশিশুর
তার কাছে ঋণী থাকি অনেককিছুর l
৮০৯