ঐ যে মাঠটি যাচ্ছে দেখা সবুজ গাছের পারে
নীল আকাশে সামিয়ানা ঘিরেছে চারধারে ।
ঐখানেতে আমার জমিন ঐখানেতে চষি
মাঠের পাশে ছোট্ট কুটির ঐখানেতে বসি ।
সূর্য এসে ঘুমটা ভাঙায় কাজে ডুবে থাকি  
আলো বাতাস বৃষ্টি তারা তাদেরও নেই ফাঁকি ।
এই এখানে ফসল ফলে সবুজ হলুদ বরণ
এই এখানে হেঁটে বেড়ায় আমার পরাণহরণ ।
ভরাট মাঠে বাতাস খেলে রোদ নেচে যায় হেসে
লাল শাড়িতে প্রিয়া আমার তাকায় ভালোবেসে ।
উপচে ওঠে ফসল আবার খরায় ন্যাড়া মাঠে
সুখে দুখে জীবন কাটে প্রিয়ার ভরসাতে।
গ্রীষ্ম বর্ষা শীতও যাপন আপন ছোট্ট নীড়ে
দুঃখ সুখে মিলায় কেমন হাজার কোটির ভিড়ে ।