পঁচিশ থেকে লক ডাউনে বন্ধ সবাই ঘরে
কাজের মাসী তারও ছুটি লক ডাউনের জ্বরে l
মাসের শেষে এলেন মাসী বেতন নিতে যখন
ঘরের মেঝে দেখান তাঁকে গিন্নি ডেকে তখন l
চকচকে সেই মেঝে দেখে মাসী বলেন লাজে
দাদাবাবুর মতো তো আর জোর পাই না কাজে l


অফিসসকল বন্ধ আছে করোনারই কারণ
বেতন তবু পাবেন তাঁরা নেই বেতনে বারণ l
অফিস বন্ধ কাজও বন্ধ বন্ধ অফিস গেট
বাড়ির বেলায় অন্য কথা বন্ধ তো নয় পেট l
কর্তা গিন্নি মিলে করেন বাড়ির সকল কাজ
তবু বেতন মাসী পাবেন ঐতিহাসিক আজ l


সবার থেকে বিপদ বেশি দিনমজুরি যাদের
দিন আনে দিন খায় যারা বিনা কাজের স্বাদের,
বিনা কাজের মজুরি তো পায় না কোনোদিনও
কাজের সুযোগ নেই তো এখন লক ডাউনের ধুনো l
লক ডাউনের ধুনোয় তারা বন্দী যে যার ঘরে
ছেলেপুলে মা কে নিয়ে ভুগে ক্ষুধা জ্বরে l


বিনামূল্যের রেশনটুকু ভীষণ প্রয়োজনের
ত্রাণসামগ্রী যা কিছু পায় সমাজসেবী জনের l
এই বিপদে খেয়ে পরে বেঁচে থাকুন তারা
মাথার ওপর থেকে বিপদ সরে পড়ুক ত্বরা l
কাজের জগৎ ফিরে আসুক কাজ করে খাই সবে
মহামারী বিদায় নিলে হাসুক সবাই ভবে l