হৃদয় অন্তঃপুর :  যাদব চৌধুরী


মানুষ ছোটে উভয় পারে তাদের শিকড় টানে
ভুলে যাওয়া অতীত আবার ফিরে পায় তার মানে ।
সার্সি ভেঙে সূর্য ঢোকে বাংলাদেশের ঘরে
ঘরে ঘরে শুভ সকাল হৃদয় অন্তঃপুরে ।
সূর্য আমার সূর্য তোমার সব দেশেরই প্রাণে  
বিদেশ থেকে সূর্য দেখে মন নেচে যায় গানে ।
ঘুরছে দেশে বাংলাদেশে এধার থেকে ওধার
উৎস টানে সঙ্গী দুজন ফিরে পাওয়া আবার ।
শেকড়টানে মানুষ দুজন চোখে অসীম চাওয়া
সারা দেশে ঘুরে ঘুরে অনেক কিছু পাওয়া ।
জাত বিদেশী মন স্বদেশী সকল কিছুই চেনা
বিভেদরেখা কাঁটাতারের হাজির যতো সেনা
সব কিছুকে পেরোয় সত্তা মন মিলেছে মনে
একই ভাষা একই যাপন একই সুর ও গানে ।


স্বদেশ যদি বিদেশ হলো এক আঁচড়ের টানে
মিলে যাওয়া তাদের কেমন পদ্য ছড়া গানে ।