একজন নাচে সেটা দেখে কতজন
টাকা ওড়ে হাততালি দেয় খুশিমন l
সাপুড়ের মাদকতা দেশকাল ছেড়ে
কতো নানা মাধ্যমে নেয় মন কেড়ে l


নিজেদের কাজ ছেড়ে আনন্দে মাতি
হুজুগের দেশবাসী হুজুগের জাতি l
হইহই হুল্লোড় অকারণে করি
প্রতি নব বেশ এলে সেই বেশ ধরি l


চুল থেকে শুরু করে পোশাক আসাক
খাদ্য খাবার যতো, যতো তুকতাক l
প্রকৃত আপন যেটা সেইসব ছেড়ে
বিদেশী ও বিজাতীয় আজগুবি ধেড়ে l


পোশাক ও হাবভাব অনুকরণের
স্বকীয়তা ভুলে গিয়ে বিসর্জনের l
মনের দখল নেয় সাপুড়ের বীণ
আপনকে ভুলে নাচি তাক ধিন ধিন l
৮১৩