সাতসকালে জেলের জালে পড়লো ধরা রুই
বাজার থেকে আসলো ব্যাগে সব্জি ডাটা পুঁই l  
ঝম ঝমা ঝম বৃষ্টি হলো ঘন্টাখানেক ধরে
কবরখানার মরারা সব উঠল নড়েচড়ে l
ছাত্ররা সব ব্যাগ বগলে চললো টোটোয় চেপে
রাস্তা জ্যামে দেরি দেখে গুরুমশায় ক্ষেপে l
পাড়ার মোড়ে ঝগড়ুটে এক দিচ্ছে গলায় শান
গাড়ি করে কৃষক আনে বস্তা বস্তা ধান l
ধানের কথায় পড়লো মনে আজকে রবিবারে
পিকনিকে সব করবো মজা কুলিক নদীর ধারে l
ঐ কুলিকে জেলেরা সব ধরছে কতো মাছ
পানার মধ্যে ছেলে বুড়ো করছে জলে নাচ l
মরা নদী উঠছে জেগে ঝপাং ঝপাং করে
পাশে থাকা শিবের চোখে জল টপ টপ ঝরে l
ঘন্টাখানেক পরে দেখি মেলা হাজার লোকের
নানা মুখে নানা কথা কতো তাক ও তুকের l
এলো কিছু জ্ঞানের সাধক পরিস্থিতি যাচাই
পড়লো ধরা জল ঢেলেছে বুড়ি শিবের মাথায় l
শিবের জটা থেকে সে জল টপ টপিয়ে পড়ে
ভাবেন সবাই শিবের চোখে অশ্রু যেন ঝরে l
ভোট দিয়ে সব ফিরলো বাড়ি কথা পঞ্চমুখে
সাবাস সেনা তোমরা ছিলে, ভোটটা দিলাম সুখে