কালি তুমি কখন শুকাও কখন যে যাও ভিজে
কখন তুমি গর্জে ওঠো কখন গুটাও নিজে l
আকাশকালো মেঘ করেছে ধ্বংস এলো ঘরে
কালিশূন্য আমার কলম সকল অচল করে l
নজরুল তো ভয় পান নি তোমার মতো করে
সুকান্ত তো বিরোধ করেন নিজেরই পথ ধরে l
তবু কেন নীরব কালি এই বেদনার মাঝে
সন্ততিদের রেখে যেতে (চাও) আঁধার ভরা সাঁঝে ?