খোকা খেলে খো খো খেলা খুব সকালে উঠে
খোকার সঙ্গে অনেক খোকার পদ্মকুঁড়ি ফুটে l
খো খো হলো ছোটার খেলা যাও ছুটে যাও জোরে
ধাওয়া করে মার দিয়ে দাও বিপক্ষ শত্তুরে l
একটি মারে একটি পয়েন্ট যাবে তোমার ঘরে  
খেলার শেষে জেতার হিসাব হবে সে পয়েন্ট ধরে l


তাই তো যতো খোকা খুকু পরীক্ষাতে বসে
চাপ থাকে তার আসতে হবে একের থেকে দশে l
সারা জীবন খো খো খেলা ছোটো আরো ছোটো
দিকবিদিকে সফলতার পুষ্প হয়ে ফোটো l
ইঁদুর দৌড়ে মেতেছে আজ সকল খোকা খুকু
অন্য সকল আনন্দ তার থাকলো কতটুকু ?
- এটা হবি ওটা হবি কতো কিছু হবি
যুগের চাপে শিশুকালের পাল্টে গেছে ছবি l
সকাল হতেই ছোটে খোকা লক্ষ্যপথের দিকে
চোখে আঁকা স্বপ্নটা তার ব্যাগ বোঝাই এ ফিকে l


* সুভাষ চন্দ্র বসু সম্পাদিত দুষ্টু শারদ সংখ্যা ১৪২৬ এর প্রকাশিত, পৃষ্ঠা - ২৮