রাস্তায় শুয়েছে যৌবন
অধিকার কেড়েছে শাসন
আকাশে ওঠে না তারা
পাখিসব ভুলেছে সুর
তবু কবি লিখে যান
আনন্দের গান নিরানন্দ মানুষের ভিড়ে ।


সময় বলে না কথা
মানুষ বলে না কথা
অশরীর ব্যথা আর আনন্দের ভিড়ে
অট্টালিকা কিংবা পথের কুটিরে
কবিগণ লিখে যান
লিখে যান নিজের মতন ।


মানুষের কতো ভাগ
মানুষের কতো দল
মানুষের কতো চাওয়া
মানুষের কতো পাওয়া
কবিগণ লিখে যান
মানুষের কথা l


কবি তুমি কোন্ মানুষের ?
শক্তের ভক্ত ?
নাকি গুরু ভজনায় মত্ত ।
বিশ্বপ্রকৃতি যা দেখ
তুমি যদি অনুকরণ করো তার
তোমার চোখে পড়ে না মানুষের রক্ত ও ঘাম ?