লালচে মাটির দেশে
মন চলে যায় ভেসে
উদাস হাওয়া পথ ভুলে যায়
নদীর তীরে এসে
প্রিয়া আমার কলসি কাঁখে
জল ভরে নেয় হেসে ।


দূর দিগন্ত মেশে
মাটির কাছে এসে
ছাইরঙা ঐ আকাশ থেকে
আলো ঠিকরে আসে
ছোটো বড়ো গুল্ম বৃক্ষ
আলোর ধারায় ভাসে ।


ছোট্ট সরু নদী
বড়ই সে আমোদী
এঁকে বেঁকে যায় ছুটে যায়
সাগর জোটে যদি
সাঁকোয় করে এপার ওপার
মানুষ নিরবধি ।


কাঁটা গুল্ম ঝাড়ে
নদীর উভয় পারে
কতো আশা সুখ ও দুঃখ
খেলে আপন ধারে
মেঠো পথে যায় চলে যায়
পথিক পারাবারে ।