একটি ছেলে দুষ্টু বড়ো রাজার বাড়ি যায়
রাজার কথা শুনে যে তার কেবল হাসি পায় l
বলেন রাজা হাসে কে রে রাজার কাজে বাধা
ধমক রাজার খেয়ে ছেলে সারে হাসি আধা l
একবার নয় বারে বারে হাসির ফিনকি ছোটে
তাই তো ছেলের দফায় দফায় রাজার ধমক জোটে l
হবুচন্দ্রের গবু মন্ত্রী কান্ড তাঁদের জবর
হতোই হতো তাঁদের কান্ড পাতায় বড়ো খবর l
কিন্তু সেদিন কোথায় খবর পেপারই বা কোথায় ?
তাই তো ছেলে ফিনকি মেরে হাসির ফুলকি ছোটায় l
একটি হাসি একটি খবর বুঝতে কি আর বাকি
যতোই আসুক ধমক ধামক হাসিতে নেই ফাঁকি l
রাজার আদেশ মানতে হবে তাই তো হাসির থামা
আবার বেচাল দেখলে পরে সেই হাসিতেই নামা l
এমন দুষ্টু ছেলেরা সব যুগের সঙ্গে খেলে
বেহুঁশ বেতাল দেখলে চোখে হাসিতে খোঁজ মিলে l
472