রথ চলে ঐ পথে কংস সারথি তার
আমি কিন্তু অন্য দেখি নব অবতার ।
রথ নয় রথ নয় চারচাকা গাড়ি
আসর বাসরে তা দেয় কতো পাড়ি ।
তুমি দেখো দেবকী আর বসুদেব
শান্ত শিষ্ট বসে তারা সওয়ারীর বেশ ।
আমি দেখি কবিগণ কবিতার সাথে
আসরে বাসরে যায় কবিগানে মাতে ।
সারথি ভীষণ অতি দন্ডখানা তার
বিদ্যাবুদ্ধি গাদা গাদা নব অবতার ।
রথ শোনে ঘোড়া শোনে সব কথা তার
অনুগত মাটি বায়ু সব চারিধার ।
কিন্তু আরোহী যারা বিনা পয়সায়
শুধু শুধু স্বাধীনতা গায় কবিতায় ।
ওঠে তারা নামে তারা যায় কতোখানে
এটা খায় সেটা খায় মাতে কবিগানে ।
তবু তারা করেনাকো প্রভুনাম জপ
ধ্বংস হোক ধ্বংস হোক ক্ষিতি তেজ অপ ।