আয় দিদি আয় ভাই চল গিয়ে খেলি
আয় না রে তাড়াতাড়ি, কোথা চলে গেলি ?
কল থেকে জল নিয়ে বালতিতে পুরো
সবুজ উঠানে বসে রাঁধি মাছ মুড়ো l


ছোটো এক ব্যাগে করে করবো বাজার
কাগজের টাকা দিয়ে লাগুক হাজার l
রাঁধা বাড়া হতে থাক চল গিয়ে খেলি
ব্যাটে বলে চৌকা ও ছক্কার জেলি l


ওই দূরে বল গেছে তুলে নিয়ে আয় না
খালি দেখি তোর থাকে ব্যাট ধরা বায়না l
আচ্ছা এবার চল রান্নায় হাত দেই
রান্না তো পুরো শেষ স্বাদ রঙ সেই সেই l


উঠোনের এক কোণে পরিপাটি রান্না
খেলা শেষে খুকুমণি জুড়ে দেয় কান্না l
৮১৯