একই অঙ্গে কতো রূপ
কভু আলো
কভু আঁধারের প্রতিরূপ l


আঁধারেই জীবনের সূত্রপাত
আলোয় তার চলন
আলো আঁধারের কর্মশেষে
আঁধারেই তার শয়ন l


কিছু হাসি কি মায়া
বলেছে যতটা
অধিক তার গোপন !
জন্মের সাথে মৃত্যুর পথচলা
রক্তজবা রোপণ এবং শোষণ l