১.
মাষ্টারে বলে কেশে কি ফ্যাসাদে পড়া রে
সাড়ে চার টাকা দিয়ে ডিমমাছ করা রে
অফিসারী বায়না
সে তো আর খায় না
পাঠানো সে মেনু চার্ট হাতে হাতে ধরা রে l


২.
আমাজনে আগুন লেগে পুড়ছে বৃষ্টিবন
এত ক্ষতি তবু তাঁদের নড়ছে নাকো মন
পুড়ছে প্রাণীসকল
বুঝবে মানুষ ধকল
অক্সিজেনের প্রধাণ উৎস ধ্বংস হবে যখন l


৩.
বন্যা এসে বাড়ি ঘর গেলো ভেসে
বাড়ির মালিক খবর পাঠান দেশে
ভাড়াটে পান খবর
উত্তর দেন জবর
মালিককে বলেন চাবি নিয়ে যাও এসে l


৪.
খক খক করে খোকা কেশে যায় সকালে
ঝম ঝম জলধারা ঝরে যায় অকালে
শীতকালে বৃষ্টি
এ কি অনাসৃষ্টি
বক বক বকে বুড়ি চাপড়ায় কপালে l


৫.
ভূতনাথ ভূত ধরে ভয়ডর নেই তার
ভয় পায় ভূতগুলো পাড়াছাড়া এন্তার
ভূতের এক ছানা
গিন্নীর অজানা
দুধভাত মেখে দেয় একসাথে সব্বার l


৬.
পড়ে পড়ে মাথা গেলো বিগড়ে
খায় শুধু ধরে কাঠপিঁপড়ে
কাঠপিঁপড়ের কামড়ে
হলো তার ব্যামো রে
ভেলোরেতে নিয়ে গেলো হিঁচড়ে l


৭.
হাসির কথা বললে কেউ হাসেন না
এখন মানুষ কাউকে ভালোবাসেন না
ভালোবাসেন টাকা
মামা হোন বা কাকা
লাইফবোট পড়ে বন্যা হলেও ভাসেন না l


৮.
বই এ সব লেখা আছে সত্যি
মিথ্যে তা নয় এক রত্তি
ডান বাম সব আছে
যেমনটা যার কাছে
খুঁজে নেয় ঠিক এক লত্তি l


৯.
ইকড়ি মিকড়ি চাম চিকড়ি
দেনার দায়ে সব বিক্রি
বুড়ি গেলেন কাশী
হলেন দেবদাসী
সন্তানের ওপর জারি ডিক্রি l


১০.
এক হাতে বাজে না তালি
একতরফা হয় নাকো গালি
দুই করতাল বাজে
কথার মালা সাজে
পরস্পরের গায়ে ছোড়ে কালি l


১১.
তিনকাল গিয়ে তার এককালে ঠেকলো
খাবে বলে নিজহাতে পাঁউরুটি সেঁকলো
আর নিলো আচার
ইচ্ছেটা তার বাঁচার
তবু বয়সের ভারে তাঁর শরীরটা বেঁকলো l


১২.
বাবার হলো ভীষণ জ্বর
তাপমাত্রা বাড়ে তরতর
বদ্যি এসে
খানিক কেশে
বলেন তাঁর চড়া দর l