জানি নাকো টিকবো কি না এই বিপর্যয়ে
ঘরের মধ্যে ঢুকে আছি আতঙ্ক হৃদয়ে l
সামনে থেকে মৃত্যু দেখার আজব অভিজ্ঞতা
আজ আছি কাল থাকবো কি না বলতে পারে কে তা ?
মারা যাবো নিজের ভুলে কিংবা অপরের
সাবধানতা না নিলে যে বিপদ আছে ঢের l
কার ভুলে যে কে মরে কে জানে তা স্পষ্ট
শক্তিমানের সংক্রমনে মরে গরীব ক্লিষ্ট l


বিদেশ থেকে তিনি এলেন অফিসারের পোলা
কিংবা আরো হোমরাচোমরা করোনার গোলা l
তাদের মাতা তাদের পিতা আরো যারা নিজের
ঘুরে ফিরে অফিস বাজার সংক্রমণের ঢের l
করোনার পজিটিভ তাও নো আইসোলেসন
তাদের পিঠে পড়লে লাঠি হতো তাদের লেসন l
আজ তাহলে গরীবগুর্বো সাধারণ যারা
খেতো না ওই পুলিশ-লাঠি ওরা সর্বহারা l


ঘরে নেইকো খাবার তাদের বাচ্চাছেলের দুধ
রুজি রোজগার নিত্যদিনের সেটাও তো বুদ্বুদ l
তাদের ঘরে খাবারদাবার পৌঁছে যেন যায়
এই বিপদে মরছে তারা পরম হতাশায় l
কিন্তু যে লক ডাউনের কথা করছি সেটা করবো
লক ডাউনটা না মানলে পরে অবশ্যই যে মরবো l