তাকিয়ে তিনি আছেন কোথায় জানি না তো !
এই তিনি কি সেই তিনি যে আমার মতো ?
তাকিয়ে দেখেন কোথায় কে বা করছেটা কি
তারই মাঝে একাজ সেকাজ টুকিটাকি ।
আছে নজর ঘর ও বাহির সমান যেমন
ঘর সামলে গান কবিতা আসর ভ্রমন ।
তাকিয়ে দেখেন দিন দুনিয়ার হাল হকিকত
সঙ্গে আবার ঘরের জন্য পান ফুরসত ।
সব সামলে গুছিয়ে চলেন নবীন কবি
বোঝা দুষ্কর কোনটা যে কাজ কোনটা হবি ।