কোথায় আছি আমি, জীবন জুড়ে খুঁজি
কর্মে খুঁজি ধর্মে খুঁজি সকল গলিঘুঁজি
চেনায় আছি অচেনাতে সকল জগত জুড়ে
অভিজ্ঞতা নিত্যদিনে নতুন পরত গড়ে
চেনার মাঝে নিজকে চিনি অপূর্ন আধখানা
নিরুদ্দেশের দেশে গিয়ে পূর্ন চেনাজানা
অন্ধকারে হারিয়ে গিয়ে আলোকপথের দিশা  
সেই আলোতে নিজেকে পাই বাঁচার নতুন নিশা l


বাঁচার পথে সীমা বেঁধে নিজেকে দেই হারিয়ে
সীমা ভেঙে হারিয়ে গিয়ে অসীমে পা বাড়িয়ে
অচিনপুরে নতুন সাথী নতুন জীবনধারা
সব না জানা ঢেউ তুলে দেয় হৃদয় পাগলপারা
সকল মানব নিজেকে পায় নিরুদ্দেশের দেশে
সব পাওয়া তার হাতের মুঠোয় অসীম ভালোবেসে