খু্ব ভাগ্যবান মানুষ যারা এইযুগে জন্মেছে ।
ভাগ্যবান কারণ সামনে নির্বাচন
দলগুলি কে মানুষের কতো উপকার করবে তার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ।
সত্যি বলতে এতো উপকার রাখা যায় কোথায় ?


অন্যদিকে তারা অভাগাও বটে ।
অভাগা কারণ এই প্রতিশ্রুতিগুলি পূরণ হবার নয় ।


ভাগ্যবান কারণ সব নেতারাই বলছেন
তাদের ভোট খু্ব মূল্যবান
তাদের ভোটেই দেশের ভাগ্য নির্ধারিত হবে ।


অভাগা কারণ তাদের ভোটাধিকার তো কাগজে কলমে,
ভোট দিতে দিচ্ছে কে ?
ভোটকেন্দ্রে পৌঁছানোর আগেই শোনে ভোট হয়ে গেছে
কোন্ এক অদৃশ্য অঙ্গুলিহেলনে ।


ভাগ্যবাণ কারণ যারা নির্বাচনকর্মী
তাঁদের থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ।
তারপরেও অঘটন কিছু ঘটলে পরিবার পাবে কুড়ি লাখ । সঙ্গে সরকারী চাকরি ।


অভাগা কারণ মৃত্যুর কারণ স্পষ্ট হবার আগেই
মিলবে আত্মহত্যার বদনাম ।


ভাগ্যবান কারণ এই গণতন্ত্রে প্রতি পাঁচ বছর পর
পাওয়া যায় নতুন শাসক
প্রতিবার আশ্বাসে ভরে ওঠে বাতাস
স্বপ্নভরা চোখে তারা চেয়ে থাকে আগামীর দিকে ।


অভাগা কারণ প্রতিবার তারা পায়
তাদের স্বপ্নকে ধুলিস্যাৎ করার জন্য
একদল মুখোসধারী  
যারা নতুন বোতলে পুরোনো মদিরার মতো ।