মাতৃভাষা মায়ের ভাষা সব শিশুরই প্রাণ
সবার প্রিয় সবার সেরা এই অনন্য দান l
মানুষ যেমন ভাষা গড়ে ভাষাও গড়ে মানুষ
যে যেমনটা ভাষা শোনে তেমন তৈরি ফানুস l
ভাষা শুধু শব্দ বাক্য এমন মোটেই নয়
ভাষা জাতির প্রাণপ্রবাহ অন্তর্দেশে রয় l
নির্বাচনে পাই না ভাষা পাই ঘটনাক্রমে
যার যেখানে জন্ম সে তো সেই ভাষাটাই শোনে l
শুনতে শুনতে অনেক অনেক অনেক দিনের পরে
শিশুর মুখে মাতৃভাষার ফল্গুধারা ঝরে l
এই ভাষাতে ভাবে শিশু জগৎ জীবন সব
মাতৃভাষায় সংস্কৃতির নানান কলরব l
যতো মানুষ ভূগোল জুড়ে আপন ভাষায় বলে
সবার মুখে একুশ ফোটে একুশ হৃদয় দোলে l
ভাষা শুধু প্রকাশ নয় গো ভাষা জীবনধারা
কেড়ে নিলে মাতৃভাষা জীবন্মৃত তারা l
সেই ভাষাতে ভাবে এবং সেই ভাষাতে বাঁচে
কেড়ে নিলে সেই ভাষাটা বেঁচেও মরে থাকে l
অন্য ভাষা অন্য কৃষ্টি অন্য সংস্কারে
নিজভূমিতে পরবাসী নতজানু হারে l
শোষণ এবং অত্যাচারের অনেক অনেক প্রকার
ভাষাহরণ শাসককুলের নবতম বিকার l
আপন থেকে কেড়ে নিয়ে অন্য ধাঁচের আদল
ঝড় উঠেছে ঈশান কোণে মেঘ বৃষ্টি বাদল l
এই চক্রান্ত রুখে দিয়ে রক্ষা করো ভাষার
মাতৃভাষা মায়ের ভাষা মায়ের ভালোবাসার l