অসীম আকাশ ঢাকে রাশি রাশি মেঘে
মেঘ বয়ে নিয়ে চলে জলধারা সাথে,
সারি সারি মেঘরাশি পেঁজাতুলো যেন
জমা হয় মেঘমালা শরতের প্রাতে l


আবছা আলোর ধারা আকাশে মাটিতে
মৃদু রোদ খেলে যায় মেঘেদের গায়,
দূরের আকাশ থেকে মেঘবাহী হয়ে
টিপ টিপ জলধারা ধূলিকণা পায় l


উড়ে যায় মেঘরাশি উড়ে যায় ধীরে
উড়ে চলে সাগর ও নদীমালা হয়ে
দূর দূর অসীমের সীমাহীন ধারা
শুষ্ক মাটিতে তারা নিয়ে আসে বয়ে l


রাশি রাশি মেঘ মালা উড়ে যায় ধীরে
খেলে ওঠে শুখা ভূমি নেচে ওঠে কলি
ভিজে যায় শুখা ভূমি জলধির নীরে l
গেয়ে ওঠে বনে বনে তোতা বুলবুলি l
৮৬৮


** বালুরঘাটে একটি পত্রিকায় প্রকাশের জন্য প্রেরিত (৩০.১১.২৩), সম্পাদিকা - টুম্পা দে দাস