মেনুকার্ড রাস্তায় পড়েছিলো একটা
খাবারের নামগুলো পাশে ছেঁড়া ব্যাগটা l
কেউ বুঝি ফেলে গেছে আনমনে রাস্তায়
পায়ে পায়ে সরে গেছে রাস্তার পাশটায় l
বেশি রাতে মেনুকার্ড ব্যাগ থেকে বেরিয়ে
পায়ে পায়ে হেঁটে গেলো সব চোখ এড়িয়ে l
হেঁটে গেলো বাজারে আর গেলো নদীতে
শুনশান পথগুলো নেমে গেছে জমিতে l
জমিগুলো ফুলে ভরা আর ভরা ফসলে
মেনুকার্ডে নামগুলো এসে যায় আসলে,
আসলে জমির থেকে ফসলটা ঘরে নিয়ে
এটা ওটা পদ হয় তাই দিয়ে হয় বিয়ে l
রকমারি নাম পায় মেনুকার্ডে ছেপে যায়
ভোজভাতে লোকজন করে সুখে খাইদাই l