একটা ছিলো মুহূর্ত  
একেবারে মনমতো
শিল্পী মনের ছোঁয়া পেয়ে
উঠলো সেটা গান গেয়ে l
সে আমাদের আনন্দ
নয়তো সেটা মন্দ l


এনে দিল লেখায় আকার
সঙ্গে সঙ্গে ঋণ স্বীকার l
নকল করে প্রতি ক্ষণে
সকল স্রষ্টা আপনমনে l
করছে নকল নিত্যদিন
প্রকৃতি কাছে বাড়ছে ঋণ l


স্বর্গ মর্ত পাতাল জুড়ে
মাত্রা ছন্দ তাল ও সুরে
প্রকৃতি মায়ের প্রতি কণা
নাচছে তালে তা ধিন ধিনা l
তার নকলে সৃষ্টি যতো
ছড়ায় সুধা অবিরত l


** অর্ক সাহিত্য পত্রিকা প্রথম বর্ষ প্রথম সংখ্যা সেপ্টেম্বর, ২০১৯ এ প্রকাশিত