মন ভালো নেই মন ভালো নেই কোন্ যুগেতে এলাম
কি সব আশা মনে ছিল কি সব শেষে পেলাম ?
এই কি তবে গণতন্ত্র এই কি তবে শাসন
এই কি আমার বঙ্গমাতা এই কি গুরুর আসন ?
কাঁচ ভাঙে নি আঁচ পড়ে নি তবু দাঙ্গা ধারা
জাতিভাঙা ধারার প্রয়োগ ভীষণ অবাক করা l


জাত্যাভিমান অতল তলে গুরুর কোমর-দড়ি
অতল তলে তল না পেয়ে সুতোটাকেই ধরি l
মানুষস্বজন নিরস্ত্র জন প্রতিবাদটাই করে
আর কিছু তো নেইকো হাতে অহিংস পথ ধরে l
মিছিল মিটিং সুতার সমান শাসক যখন পাষাণ
আইন আদালত শেষ ভরসা সেই পথেতে আসান l