ঐ ফুটেছে হলুদ ফুল সবুজ গাছের ডালে
ঐ ছুটেছে ভ্রমর অলি মধু যোগাড়ের তালে ।
বিশ্বভুবন ফুলের আকর হরেক রকম ফুল
প্রেমিক মানুষ রসের টানে দুরন্ত মশগুল ।
ভ্রমর অলি মধু জমায় মৌচাকেরই ভাঁড়ে
মানুষ সাজায় রসের ডালি সাহিত্য সম্ভারে ।
মৌয়ালরা খুঁজে বেড়ান মধু ভরা চাক
গভীর গহন জঙ্গলে যান কতো না হাঁকডাক ।
দলনেতা বহরদার তাঁর কথাটি মেনে
মধু যোগাড় করেন তাঁরা মৌচাক সব ভেঙে ।
পাঠক যতো মৌয়াল সব খুঁজে বেড়ান রস
দেশ বিদেশে লিখে যাওয়া কাব্য উপন্যাস ।
মহাকাব্য রসের আকর নাটক গল্প গান
সমালোচক বহরদারে দিয়েছে সম্মান ।


ঐ ফুটেছে সাহিত্য ফুল মানুষ কবিগাছে
ঐ ছুটেছে পাঠক মৌয়াল রসের পাছে পাছে ।


** ঊষার আলো গ্রীষ্ম সংখ্যা ২০১৯ এ প্রকাশিত