সমাজ কোথায় চলছে যেন দিশা ভুলে
মন্দ ভালোর বোধটুকু সব শিকেয় তুলে l
পরিবারে বয়োজ্যেষ্ঠ পাচ্ছে না মান
জ্ঞানী গুণী তাঁরাও দেখি তফাতে যান l
শিক্ষাঙ্গনে শিক্ষা যে আজ গৌণ বিষয়
অনেক হাবিজাবি নিয়ে কাটছে সময় l
নিয়োগ হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে
প্রতিভা আর মেধা আছে পাত গুটিয়ে l
অৰ্থশালী ক্ষমতাধর আছেন যাঁরা
মগের মুলুক এদেশ তাঁদের ধামাধরা l
একটু যাঁরা বুদ্ধি নিয়ে বুদ্ধিজীবি
লেহন তোষণ রপ্ত করে পরজীবী l
হিংসা শোষণ চলছে অবাধ অবলীলায়
শান্তিকামী মানুষজনের মনঃপীড়ায় l
অপরাধী ঘুরছে কেমন স্বাধীন হয়ে
আঠারো ঘা গরীবজনে নিচ্ছে সয়ে l
জাতি ধর্ম ধোয়া তুলে জ্বলছে স্বদেশ
পক্ষপাতী অবস্থানে ছড়াচ্ছে দ্বেষ l
মুক্তি কোথায় খুঁজছে মানুষ গোলকধাঁধায়
প্রশাসনে, বিচার বিভাগ, যাবে কোথায় ?
জাগবে কবে দেশের মানুষ বাঁধন খুলে
সবার আগে দেশ হবে তার আপন ভুলে l