হাজার মাছের ভিড়ে, ওই মাছটি কি রে ?
রূপার রঙে ঝকমকিয়ে চোখকে টেনে ধরে
ভিড়ের মাঝে পিছে তবু মনকে আপন করে l
সেরার সেরা দাম, কিনতে ছুটে ঘাম
তাই বলে কি পিছে যাবো তা কখনো হয় ?
কিনবো তো নিশ্চয় l
ছোট বড় মাঝের আকার বাজার জুড়ে ইলিশ দেদার
মাসপয়লা বেতন হাতে চাকুরেদের ভিড়ে,
আমরা যারা খেটে খাওয়া অনেক খেটে অল্প পাওয়া
কিনতে পারব কি রে ?
পারবো না, তাই হয় ? কিনবো তো নিশ্চয় l
গরমভাতে ইলিশ ভাজা, সর্ষে ইলিশ গরম তাজা
ইলিশ ভাপা খাবার রাজা
ঘরে জামাই তার আদরে ওই বড়টা কিনি,
পদ্মা ইলিশ রূপের সেরা বাজার জুড়ে খদ্দেরেরা
কোনটা আসল পদ্মা ইলিশ ভালোমত চিনি l
খাবার পাতায় বড়ো গ্রাসে ইলিশ কাঁটা সর্বনাশে
কায়দা করে কাঁটা বেছে ইলিশ উদরপার,
খাবই ইলিশ যখন খাবার, নাইবা পয়সা থাকুক বাবার
ইলিশ খেতে না হয় কিছু করেই নিব ধার l