নদী জমকালো : যাদব চৌধুরী


নদী -  নাম তার ডায়না
নদী - গায়ে ভরা গয়না
গয়না - রঙ তার কালো
গয়না - বড়ো জমকালো
কালো - উজ্জ্বল আভা
কালো - নাম জলঢাকা
শাখা - পাশাপাশি চলে
শাখা - স্রোত কথা বলে
জল - কল কল বয়ে যায়
জল - পাথর ক্ষয়ে প্রায়
বন - নদী পাহাড় মাঝে
বন - অপরূপ সাঁঝে
ভূমি - এঁকে বেঁকে চলে জল
ভূমি - জল তার কোলাহল ।