সোজা পথ বাঁকা পথ কতো রূপ তার
ঢেউ ওঠে মাঝপথে তবু চলে পথ পারাপার
পথ দিয়ে যায় চেনা কোন্ প্রানী কোন্ ধাতে গড়া
যাবে সেই একখানে তবু তার কতো পথ ধরা ।


জলাশয় ঘিরে থাকে নানা রঙ জীবন সচল
ঢেউ ওঠে নদীমাঝে জল তার অধর অতল
সেই ঢেউ ভেঙে দেয় যুগে যুগে নাবিকের ফলা
মারী ও মড়ক আসে তবু তার চলে পথ চলা ।


জীবননদীর টানে লোকালয় সমাগত ভিড়ে
সুর গান বেজে ওঠে কোলাহল ওঠে কতো নীড়ে
জল থেকে আসে প্রাণ সেই প্রাণ ছোটে কতো পথে
নদীপথে ছুটে যায় সকলের প্রিয় নীলরথে ।