হঠাৎ সেদিন চার বন্ধু বেরিয়ে পড়লো পথে
সারাটা দিন ঘুরলো তারা দ্বিচক্রযান রথে
কতো মানুষ লোকালয় পরব উৎসব এলো  
বহু বসতি ক্রমে তারা পেরিয়ে পেরিয়ে গেলো
চোখটা গেলো আটকে তাদের একটি দৃশ্য দেখে
সবুজ মাঠে পাটের সারি রোদের জন্য রেখে
গ্রামের মানুষ গোটাকয়েক দীঘির পাশে বসে
বলছে কথা অতীত দিনের ভিজিয়ে করুন রসে l


চার বন্ধু সেখানে বসে মন লাগিয়ে শোনে
হাজার বছর আগে এক রাজা আপনমনে
করেছিলেন ফকিরকে এক ভীষণ অপমান
সেই কারণে রাজার ভাগ্যে দারুণ পরিণাম
সেই সেখানে গড়ে ওঠে ফকিরের মাজার
বছর বছর তারই পাশে নকশী পাটের ভার l