ঠান্ডা যখন অতিমাত্রায় কাঁপন দিচ্ছে শরীর জুড়ে
বইছে বাতাস হিমশীতলে প্রান্ত থেকে প্রান্ত ধরে
রোদের দেখা নেইকো মোটে কুজঝটিকা শহর গ্রামে
তার ওপরে টিপির টিপির বৃষ্টিফোঁটা অবিরামে
এমন দিনে ঘরের বাহির কোন বেয়াকুব বেরোয় বলো
শখ করে কি বিপদ ডাকে ঘরের খেয়ে বনের হুলো ?


শীতের দাপট বৃষ্টি ঝাপট বাতাস কামড় দিচ্ছে টানা
এমন দিনে বাইরে গেলে হবেই বিপদ তা তো জানা l
ঠান্ডা লেগে সর্দি হবে কাশতে থাকবে খকর খক
জ্বরের ঘোরে বকবে প্রলাপ সকাল দুপুর বকর বক  l


বরং নিজের ঘরে থেকে ধোঁয়া ওড়াও চা ও কফির
মুড়ি মশলা বাদাম মাখা পিজাপেস্ট্রি কাজু টফির
লুডো হবে আড্ডা হবে গরম গরম খিচুড়ি খাও
গরম তেলে ভাজা হয়ে থালায় স্বাদের বেগুনি লাও
মাংস কষা লঙ্কা ঝালে চাটতে থাকো আঙুল নিজের
কান ও মাথা গরম হয়ে ফুর্তি মনে বাজনা ডিজের l


মজা লুটো ঘরে থেকে এমন দিনে লুটোপুটি
শীতপোশাকে ঢেকে পুরো ছেলে বুড়োর হুটোপুটি
যেমন ঋতু তেমন চলো সেই চলাতে থাকো মজে
লাগবে টাকা চিন্তা কিসের গৌরী সেনকে আনো খুঁজে l