আমাদের ছোট গ্রাম পাশে সরু নদী
পাবে খুব মজা তুমি আসো কভু যদি l
ছোট ছোট ঘরগুলো মাঝে বড়ো গাছ
মাঠ ভরা ছাগ গরু নদী ভরা মাছ l
আকাশেতে পাখি ওড়ে রবি মামা হাসে
তালগাছ দূরপানে মাটি ঢাকা ঘাসে l
ক্ষেত ভরা ফসলেতে গাছ ভরা ফল
বাড়ি বাড়ি কুঁয়োতলা জল টলটল l
গেঁয়ো পথে ধুলো ওড়ে ছোটে ছেলে বুড়ো
গরুগাড়ি মাল নিয়ে হাটে হয় জড়ো l
বিষহরি গান হয় বাউলের নাচ
থেকে থেকে পালা গান জলসার ধাঁচ l  
পুজো আর পার্বণে সবে মিলি মিশি
মহরমে লাঠিখেলা ঈদে দিল খুশি l
সুখে থাকি মোরা সব নিজ নিজ মতে
সাঁঝেতে আজান ওঠে পূজা দেউড়িতে l
ঈশ্বর আল্লায় দ্বেষ নাই কোনো
এক দেশ এক জাতি গাই জন গণ l