নদী ছোটে পাহাড় থেকে সাগর
সেই নদীতে ফেলে হাবর জাবর,
বালি তুলে ইচ্ছেমতো তারা
পথ রুখে দেয় শত বাঁধের দ্বারা,
পানা শ্যাওলায় মজে নদীর ধার
এই করে কি মানুষ পাবে পার ?
তাই তো কিছু মানুষ পথে হাঁটে
নদী রক্ষা করার প্রতীজ্ঞাতে l


থাকলে ভালো নদী, থাকবো জেনো
ভালো থাকবো আমরাও, সেটা মানো l
নদী আমার নদী তোমার সবার
সেই নদীকে জানতে হবে এবার l
আত্রেয়ী আর পুনর্ভবা কুলিক নদীর ব্যথা
সেই ব্যথাকে জেনে নিয়ে ব্যবস্থা নেই তথা l