অপূর্ব সব হচ্ছে ছড়া
বাঁধন ভেঙে লাগামছাড়া
কলম তুলির যুগলবন্দী
দেখছে সবাই কান্ড ।


ছন্দ কথায় অনু ব্যথায়
ভাব ভাবনা রোমান্স ছোঁয়ায়
একের পর এক খুলে চলেন
অরূপ ছড়ার ভান্ড ।


চন্দ তিনি তুহিন নামে
ফেরেন জগৎ ঘুরে
অবচেতন মনের খেলা
আঁকেন কথার সুরে l


সুপ্রভাতের শুভেচ্ছাতে
নতুন ছড়া প্রতি প্রাতে
কল্পলোকের ভ্রমণ সেরে
হাজির তিনি চায়ের পাতে l