ভাবনা আসলো মনে সেদিন সক্কালেতে
যাবে সোঁদরবনে সবাই উঠল মেতে
খাবো বনের মাঝে তবে দেরি কেন ?
হবে রান্না সাঁঝে নাও রাস্তা গোণো l
বনে মাদুর পাতি হবে চড়ুইভাতি l


আরে চড়ুই কোথা ? পুরো যাবে সটকে l
সে রয়াল বেঙ্গল দিবে ঘাড় মটকে
কি বলো বাঘের ভয় ? বাঘ তো মেসোমশাই
ওটা কি করতে হয় ? পুষি সঙ্গে সদাই l
মাসি ফুসলে নিয়ে বাঘের করব ইয়ে l


একটা বুদ্ধি আছে গাছ তো পাবো কাছে
প্রাণটা রাখবো ধরে চটপট চড়ে গাছে  l
যদি কেউ না পারে দমটি বন্ধ করে
মরার ভানটি করে থাক্ মাটিতে পড়ে l
আছে গল্পকথায় গল্প নীতিকথায় !


ভালুকের গল্প সেটা বাঘ নয় এত বোকা
সে তো বাঘের বেটা তাকে দিবে ধোঁকা ?
বিফল জারিজুরি সত্যি বড়ো টেনশন
বাঘের হাতে মরলে জানি নাই পেনশন !
মনে এতই ভয় ? না গেলে ভালোই হয় ! !


** সমর পাল সম্পদিত চিড়িয়াখানা সংকলনে প্রকাশিত ডিসেম্বর, ২০১৯