বুড়া বলে - শোনো বুড়ি ! খাবো পিঠেপুলি
বুড়ি বলে - থামো এখন, বিছানাটা তুলি ।
থাক বিছানা, শোনো, আগে চালটা ভিজাও জলে
পৌষের মাসে পুলিপিঠা খাচ্ছে যে সকলে !
শুধু চালে হবে নাকি ? নিয়ে আসো খেজুর
সঙ্গে দুটো নারিকেলও, আর নেবে ক্ষীরের পুর ।
ব্যাগ বগলে সাতসকালে বুড়া গেলো হাটে
গ্রাম পেরিয়ে মাঠ ছাড়িয়ে বক্সিগঞ্জের ঘাটে ।
খেজুর গুড়ের এক পাটালি, ক্ষীর নিলো পাঁচ শত
খাবে আজকে পিঠেপুলি মনটা তার চায় যতো !
নেমন্তন্ন করবে যতো গাঁয়ের ছেলে মেয়ে
আদুল গায়ে থাকে যারা পথের ধারে চেয়ে ।
আজ সকলে নিমন্ত্রিত বুড়াবুড়ির ঘরে
আজ সকলে হচ্ছে সারা পিঠেপুলি জ্বরে ।