পরকীয়ায় রায় দিয়েছে দেশের সেরা কোর্ট
ভাবছি এবার সিমটাকে কি করে নিবো পোর্ট ।
দু যুগ ধরে একই সিমে হলো তো সংসার
নেটওয়ার্কটা পাল্টে নিলে বাড়বে কি তার ধার ?
ডাবল সিমের অনুমতি মিলেছে যখন
শরীর মনের অভিঘাতে অন্য সিমে মন ।
প্রথম প্রথম নতুন সিমে কথায় কথায় মজা
এক মুহূর্ত চোখের বাহির মনে হতো সাজা ।
দু যুগ পরে সেই নেটওয়ার্ক হয়েছে বিকল
কথা বললে নীরব সাড়া অপমান ধকল ।
কথায় কথায় ছুরি চলে আঘাত শরীর মনে
সেই আঘাতে মনে কষ্ট ঘরের বিজন কোণে ।


দেশের সেরা আদালতে তাই বলেছে বুঝি
মনের খোরাক পেতে ভাঙো ঘরের গলিঘুঁজি ।
পরকীয়ায় নতুন মানুষ নিত্য নতুন রঙে
বাধ্যতা নেই, মনের টানে রকম সকম ঢং এ ।
একই স্বাদে সারা জীবন গোমড়া মুখের ঝাল
পরকীয়ায় নতুন জীবন স্বাদ বদলের জাল ।
স্বাধীনতা উভয় জনের কেউ কারো নয় ধন
রাধার যেমন আয়ান ছেড়ে কৃষ্ণপাগল মন ।