রানা আর রনি তারা দুই ভাই বোন
হাসি খুশি হুল্লোড় থাকে গৃহকোণ l
সারাদিন খেলে তারা সারাদিন পড়ে
সারাদিন খায় আর সারাদিন লড়ে l
দুই হাত উদ্বাহু শুরু করে নাচ
বলে জোরে লাথি মেরে ভেঙে ফেলে কাঁচ l
বাবা রাগে মা-ও রাগে, রাগে কাকা কাকী
দাদু রাগে দিদা রাগে, সব রাগ ফাঁকি l


নয়নের মনি তারা গোটা বাড়িটায়
চিৎকার করে আর আজগুবি গায় l
সেই গান শুনে যতো পথের কুকুর
ভিড় করে রাস্তায় বহু বহু দূর l
ঝমঝম বৃষ্টিতে গমগম রোদে
রানা রনি ভাই বোন সদাই আমোদে l
৮০৬